ফেনীতে চলচ্চিত্র উৎসব শুরু

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ২১:৫০ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৭, ২১:৪৮

ফেনীতে ১৬ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান।

জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। সভায় আরো বক্তব্য রাখেন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সমর দেবনাথ, পায়রা শিশু কিশোর সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলু, নাট্য সংগঠক নাসির উদ্দিন সাইমুম প্রমুখ।

আয়োজক সূত্র জানায়, ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমি ও ফ্লিম সোসাইটির ব্যবস্থাপনায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত উৎসব চলবে। উৎসবে ৪২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে রিয়াজুল রিজুুর পরিচালনায় ‘বাপজানের বায়স্কোপ’ প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান বলেছেন, চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চা সম্ভব। চলচ্চিত্র আমাদের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধারন করে। একটি দেশের সামাজিক, অর্থনৈতিক অবস্থা, মানুষের চাওয়া-পাওয়া প্রকাশের অন্যতম মাধ্যম চলচ্চিত্র।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :