ভোলায় ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৭, ২২:০৭

ভোলার লালমোহনে মা-ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন অভিযান পরিচালনাকারী দল। জেলেদের হামলায় অভিযানে ব্যবহৃত দুই ট্রলারের মাঝি আহত হন।

শুক্রবার বিকেলে লালমোহন উপজেলার দেবির চর খালের মাথায় এ ঘটনা ঘটে।

লালামোহন উপজেলা মৎস্য অফিসার অনিক রহমান জানান, শুক্রবার দুপুরের দিকে লালামোহন উপজেলার সহকারী মৎস্য অফিসার আ. কুদ্দুসের নেতৃত্বে একটি টিম দেবীরচর এলকায় অভিযান চালায়। এ সময় সেখানে অবৈধভাবে ইলিশ শিকার করতে থাকা জেলেরা মৎস্য অভিযান পরিচালনাকারীদের উপর হামলা চালায়। এতে অভিযানে থাকা দুই ট্রলারের মাঝিরা আহত হন। পরে খবর পেয়ে লালামোহন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় অভিযানকারী দলটিকে উদ্ধার করা হয়। সেখান থেকে ৫০হাজার মিটার অবৈধ কারেন্টজাল, একটি মাছ ধরা ট্রলার ও ৫ জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে দুই বছরের কারাদ- ও বাকিদের দুইহাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :