শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৭, ২২:২৬
ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী রাঙাজান গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে একটি ধান ক্ষেতের পাশ থেকে ওই বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ। মৃত হাতিটি দাঁতওয়ালা পূর্ণবয়স্ক পুরুষ হাতি।

স্থানীয়রা জানান, চলতি রোপা-আমন ক্ষেতে থোর আসায় এলাকার অনেকেই হাতির আক্রমণ থেকে ধান রক্ষা করার জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে পুরো ক্ষেত ঘিরে রাখেন। বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে হাতির পাল ক্ষেতে হানা দেয়ার চেষ্টা করলে পালের একটি হাতি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সংবাদ পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি দেখতে পান। বিকেলে পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই হাতির মৃতদেহটি গর্ত করে পুতে ফেলা হয়। এসময় ফরেনসিক পরীক্ষার জন্য মৃত হাতির হৃৎপিন্ড, ফুসফুস, পাকস্থলি ও শরীরের কিছু অংশ সংরক্ষণ করা হয়।

বনবিভাগের শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম হাতির মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :