রোহিঙ্গা নির্যাতন ও হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৭, ১৭:০৮

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও পরিকল্পিতভাবে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে ফরিদপুরের নারী সমাজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার বিকালে স্থানীয় বিভিন্ন বেসরকারি নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন- পূর্বখাবাসপুর মহিলা উন্নয়ন সংঘর সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক হীরুন্নাহার, ডা. জাহানারা বেগম, সাহিদা খন্দকার বিথী, ফাতেমা আমিন, মনোয়ারা রহমান, খুকু আক্তারী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গা ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ব বিবেক আজ চুপ করে বসে থাকতে পারে না। বাংলাদেশের পাশের রাষ্ট্র মিয়ানমারে যেভাবে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানুসিক নির্যাতন চলছে, আজ বিশ্বের মানবাধিকার কি ভূমিকা রাখছে? আমরা আন্তর্জাতিক মহলের কাছে এই হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি।

তারা বলেন, রোহিঙ্গাদের স্থায়ীভাবে মিয়ানমারে বসবাস করার সুযোগ দেয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করছি।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :