যশোরে ১০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৭, ১৮:১১

যশোরের ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আটক করেছে। দশ হাজার পিসসহ আটক করা হয়েছে দুই ইয়াবাবাহককে। তারা এই ইয়াবা ট্রাকযোগে চট্টগ্রাম থেকে যশোরের বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছিলেন।

ডিবি পুলিশের ইনস্পেক্টর মনিরুজ্জামান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার সকালে যশোর-বেনাপোল সড়কের লাউজানি গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ। সকাল সোয়া নয়টার দিকে একটি ট্রাক (যশোর-ট-১১-১৪৭০) থামিয়ে ওই ট্রাকের হেলপার ও চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ট্রাক তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় দুইজনকে। এরা হলেন, ঝিকরগাছার পঞ্চনগর গ্রামের শেখ সুমন এবং বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কামরুল ইসলাম।

আটক দুইজন দাবি করেছেন, ওই ইয়াবা ট্যাবলেটের মালিক শার্শা উপজেলার শ্যামলগাছি গ্রামের আব্দুর রশিদ নামে এক ব্যক্তি। তারা চট্টগ্রাম থেকে বালিবোঝাই ট্রাক নিয়ে যশোরে ফিরছিলেন। ওই ইয়াবা বহন করার জন্য আব্দুর রশিদের সঙ্গে তাদের পাঁচ হাজার টাকার চুক্তি হয়। তারা বাহকমাত্র।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :