গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৭, ১৮:২৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্মে আদিবাসী সাঁওতালদের পৈত্রিক সম্পত্তি ফেরত দিয়ে তাদের পুনর্বাসন, গত বছরের ৬ নভেম্বর এলাকার আদিবাসী পল্লীতে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, নির্যাতনের ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তিসহ ৭দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম আদিবাসী সাঁওতাল পল্লীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ এই কর্মসূচির আয়োজন করে। আদিবাসী পল্লী জয়পুর থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদারপুর গির্জার সামনে এসে মিছিলটি শেষ হয়।পরে সেখানে সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ১১ মাস পেরিয়ে গেলেও তিনজন সাঁওতাল হত্যাকাণ্ড মামলার দৃশ্যমান অগ্রগতি না হয়নি। বক্তারা এই হত্যার সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার শুরুর দাবি জানান।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :