গভীর রাতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৯:০৪ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৭, ১৮:৩৮

নিজের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে দিচ্ছিলেন খগাখড়িবাড়ী ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ময়দারপাড়ার আইনুল হক। রান্নাবান্না হয়েছে। বিয়ের সব আয়োজন সম্পন্ন। বরযাত্রী আসার অপেক্ষায় বিয়ে বাড়ির লোকজন। এমন সময় বাড়িতে পুলিশ নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। বন্ধ করে দেন বিয়ে।

শুক্রবার রাত ১টার দিকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এ অভিযান চালান।

বাল্যবিয়ের শিকার হতে যাওয়া ছাত্রীটি আটঘরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ে।

পুলিশ ও ইউএনও উপস্থিতি টের পেয়ে অবশেষে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী বর নিয়ে আসেনি। ছাত্রীটির পিতা মাতা স্থানীয় লোকজনের উপস্থিতিতে অঙ্গীকার নামা লিখে দেয় মেয়ের বাল্যবিবাহ দেবেন না। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গিয়ে ৫ম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে। ছাত্রীটির পিতা বাল্যবিবাহ দিবে না বলে সকলের উপস্থিতিতে অঙ্গীকার নামা লিখে দেন।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :