বাল্যবিয়ে মুক্ত ইউনিয়নে হলো বাল্যবিয়ে!

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৭, ১৯:০৯

বাল্যবিয়ে মুক্ত ঘোষণার এক সপ্তাহ পেরুতে না পেরুতেই ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ওই ইউনিয়নের চাপাতি গ্রামে কাজী রেজিস্ট্রি ছাড়াই চুপিসারে ওই বিয়ে পড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজাগাঁও ইউনিয়নের চাপাতি পাইকপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য কাদেরুল জানান, চাপাতি গ্রামের আজিম উদ্দীনের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া কন্যা বিলকিস বেগম (১৩)-এর সঙ্গে রুহিয়া ঘনিমহেষপুর খালপাড়া গ্রামের সেলিমের পুত্র আবু হোসেনের বিয়ে হয়। শুক্রবার রাতে বর আবু হোসেন বিলকিসকে মৌলভী দিয়ে বিয়ে করে নিয়ে যায়।

এ ব্যাপারে বৈরাগী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য চন্দ্র সরকার বলেন, মেয়েটি তার স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। কাউকে না জানিয়ে তার অভিভাবকরা তাকে বিয়ে দেয়।

রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। এরকম ঘটনা ঘটে থাকলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর ওই ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :