মঠবাড়িয়ার অপহৃতা গৃহবধূ মংলায় উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৭, ২২:৩২

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অপহরণের দেড় মাস পর অবশেষে প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার নাজমাকে শুক্রবার বিকালে উদ্ধার করেছে।

মংলা থানা পুলিশের সহযোগিতায় মংলা সিগন্যাল টাওয়ার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী আল মাসুদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ শনিবার দুপুরে অপহরণকারী আল মাসুদকে আদালতে সোপর্দ করে এবং নাজমাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠায়।

এ ব্যাপারে অপহৃতার পিতা জালাল পঞ্চায়েত বাদী হয়ে আল মাসুদসহ ছয়জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, মংলা থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। আসামিকে শনিবার আদালতে ও নাজমার মেডিকেল টেস্টের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :