ফরিদপুরে এমএন একাডেমি স্কুল জাতীয়করণে আনন্দ র‌্যালি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৭, ১৫:১৪

ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রাচীনতম এমএন একাডেমি স্কুলটি জাতীয়করণ করায় আনন্দ র‌্যালি করেছে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

এ উপলক্ষে রবিবার দুপুর ১২টায় একাডেমি ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। পরে উপজেলার প্রধান সড়ক ঘুরে আবার এমএন একাডেমির স্কুলের ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে স্কুলের ছেলে মেয়েরা নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে।

এর আগে র‌্যালির উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন, নগরকান্দা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু বকর, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন নিলু, নগরকান্দা পৌর মেয়র রায়হানউদ্দিন মিয়া, নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিমসহ স্কুলের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে স্কুলটি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী ও সংসদ উপনেতাকে অভিনন্দন জানিয়ে স্কুল চত্বরে আলোচনা সভা হয়।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :