মেহেরপুরে অস্ত্র মামলায় দুইজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৭, ১৫:৪৭

অস্ত্র মামলায় এক আসামিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-৪। একই মামলায় অপর এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি হলেন- মো. জামাল উদ্দিন মন্ডল এবং ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি হলেন জামাল উদ্দিনের সহযোগী মো. মিন্টু। উভয় আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা দুইজনই অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। জামাল উদ্দিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ডিসেম্বর জেলার গাংনি উপজেলার তেতুলবাড়িয়া থেকে জামাল উদ্দিন মন্ডলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে জামাল উদ্দিনের স্বীকারোক্তির ভিত্তিতে মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। ২০১৬ সালের ২৮ জুলাই এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রুস্তম আলী জানান, এক বছরের মধ্যে অস্ত্র মামলার মতো একটি গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ শেষ হয়ে রায় ঘোষণা হয়েছে। এটি একটি নজির। আশা করি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :