বগুড়ায় শ্রমিক ফ্রন্টের মানববন্ধনে পুলিশের বাধা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:৪২

বুলডোজার দিয়ে রিকশা ধ্বংস বন্ধ, ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের ক্ষতিপূরণ, নিয়ম-বিধিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদানের দাবিতে রবিবার বেলা সাড়ে ১১টায় সাতমাথায় শ্রমিক ফ্রন্টের মানববন্ধনে পুলিশ প্রশাসনের বাধা দেয়ার, মাইকে কথা বলতে না দেয়ার প্রতিবাদে সংগঠনের জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল তাৎক্ষণিক ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, গণতান্ত্রিক দেশে শ্রমিকদের পক্ষে কথা বলার জায়গা বন্ধ করে দেয়া কতটা গণতান্ত্রিক? বগুড়া প্রশাসনের এই চরিত্র রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ।

গত ৪ অক্টোবর প্রশাসন বুলডোজার দিয়ে ব্যাটারিচালিত রিকশা প্রকাশ্যে ভেঙে দেয়ায় শ্রমিকরা অসহায় হয়ে পড়ে। তিনি বিকল্প কর্মসংস্থান ছাড়া এই রিকশা উচ্ছেদ করা যাবে না এবং নিয়ম বিধিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাটারি রিকশার লাইসেন্স প্রদানের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রায়হান আলী, শিব শংকর শিবু, সাগর, সুরেশ চন্দ্র দাস মনো প্রমুখ।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :