রক্তদাতাদের সংবর্ধনা দিল উৎসর্গ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৭, ২১:৪৮

স্বেচ্ছাসেবকদের নিয়ে রক্তদাতা সংবর্ধনা দিল উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ। শনিবার রাজধানীর আগারগাঁও জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা ও সামাজিক সংগঠন থেকে স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বঙ্গবন্ধু ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. মো. আসাদুল ইসলাম (এডিশনাল রেজিস্ট্রার), বঙ্গবন্ধু ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচীব ডা. জাহিদুর রহমান, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন) তানজিনা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমরুল কায়েস লিটন। এপ্রোগ্রামে সঙ্গিত পরিবেশনা করেন এসময়ের জনপ্রিয় ব্যান্ড কুড়েঘর, অবান্তরসহ বিভিন্ন পেশার মিডিয়া ব্যক্তিত্ব।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :