মহিপাল ফ্লাইওভারের কাজ শেষ পর্যায়ে

আরিফ আজম, ফেনী থেকে
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৭, ০৮:০০

ফেনী শহরের মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর নির্মাণাধীন ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ফ্লাইওভারটি চালু হলে মহিপাল এলাকায় যানজট অনেকটাই দূর হবে বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন লিমিটেডের তত্ত্বাবধানে এই ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। এর ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত রয়েছে আবদুল মোনেম লিমিটেড। ৬৯০ মিটার দীর্ঘ ২৪ দশমিক ৬২ মিটার প্রশস্ত এই ফ্লাইওভারের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫৭ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত সময় ২০১৮ সালের জুন। ২০১৫ সালের নভেম্বরে নির্মাণ কাজ শুরু হয়। মহিপাল দিয়ে ঢাকা-চট্টগ্রামগামী পরিবহনের পাশাপাশি নোয়াখালী, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুর, রামগতি, রায়পুর ও দাগনভূঞার গাড়ি চলাচল করে। এই কারণে মহিপালে গাড়ির প্রচণ্ড চাপ থাকে। এতে যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

ওই সূত্র আরও জানায়, ফ্লাইওভার চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে গাড়ির চাপ অনেক কমে যাবে। রাজধানী ঢাকা আর বন্দরনগরী চট্টগ্রামের গাড়িগুলো ফ্লাইওভার ব্যবহার করে দ্রুত গন্তব্যে চলে যেতে পারবে। তখন নিচের সড়কে গাড়ির চাপ কমে যাবে। যানজটও দূর হবে। বর্তমানে এই অংশে এক থেকে দুই ঘণ্টার যানজট সৃষ্টি হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, মহিপালের প্রবেশপথ চাঁড়িপুর রাস্তার মাথা থেকে মহাসড়কের ফেনী পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত নির্মিত হবে ৬৬০ মিটারের ফ্লাইওভার। ইতিমধ্যে ৫০০ মিটারের কাজ শেষ হয়েছে। ২০টি পিলারের সবকটি নির্মিত হয়েছে। বসানো হয়েছে সবগুলো গার্ডারও (১৩২টি)। এছাড়া ফ্লাইওভারের নিচে দুই পাশের দুই হাজার ২১০ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণ কাজ চলছে।

প্রকৌশলী মিজানুল হক ঢাকাটাইমসকে জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাকি কাজ শেষ করতে সমস্যা হবে না।

জানতে চাইলে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইশেনের (এসডব্লিউবি) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল মজিদ ঢাকাটাইমসকে বলেন, নির্দিষ্ট সময়ের আগেই ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, সেনাবাহিনী সঠিকভাবে কাজ করায় নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হবে। দেশে ছয় লেইন বিশিষ্ট প্রথম ফ্লাইওভার ফেনীতে হচ্ছে। কাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী এসে ফ্লাইওভারটির উদ্বোধন করবেন।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :