বেনাপোলে ১০টি সোনার বারসহ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৩১
ফাইল ছবি

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে সোমবার সকালে ১০টি সোনার বারসহ পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। এ নিয়ে গত ৭ দিনে ২৫টি সোনার বারসহ পাঁচ পাচারকারী আটক হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে নিরাপদ রুট হিসেবে এরা দীর্ঘদিন ধরে সোনা পাচার করে আসছিল।

আটক ব্যক্তির নাম মাইন উদ্দিন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ধরানী পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী মাইনউদ্দিনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১০টি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :