বৌদ্ধ বিহারগুলোতে রাঙামাটি পৌরসভার আর্থিক সহযোগিতা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৭, ১৯:১২

প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে মাসব্যাপী শুরু হওয়া বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসব উদযাপনে পৌরিএলাকার ১৭টি বিহারে আর্থিক সহযোগিতা দিয়েছে রাঙামাটি পৌরসভা।

সোমবার সকাল ১০টায় পৌর কার্যালয়ে বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিল কালায়ন চাকমা, বাচিং মারমা, রবি মোহন চাকমা।

এ সময় মেয়র বলেন, রাঙামাটি ছোট শহর এবং সম্প্রীতি ভরা একটি শহর। বিভিন্ন ধর্মের অনুসারী বসবাস করা এই শহরের সম্প্রীতি রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। কেউ যেন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে। পৌরসভা ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান হিসেবে যা পারি এ পবিত্র ধর্মীয় উৎসবে অংশীদার হওয়ার জন্য এ সহযোগিতা করা হচ্ছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :