ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের প্রতিবাদে নওগাঁয় ক্লিনিক ধর্মঘট

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৭, ২২:২০

নওগাঁয় বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডাইগনিস্টিক সেন্টারে র‌্যাবের অনিয়মবিরোধী অভিযান পরিচালনা করে ছয়টি ক্লিনিকে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র‌্যাব-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, এটা রুটিন অভিযান। আগামীতেও চলতে থাকবে।

অভিযান চালানো ক্লিনিকগুলো হলো- প্রাইম ল্যাব, ইসলামী কমিউনিটি হাসপাতাল, হলিপ্যাথ, ল্যাবএইড, উত্তরা ক্লিনিক। এ সময় ক্লিনিকের লাইসেন্স নবায়ন না করা, অপরিষ্কার ওটি ব্যবহার, প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ নানা অসঙ্গতির কারণে ছয়টি ক্লিনিককে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।

এদিকে র‌্যাবের এটিকে হয়রানি দাবি করে জেলা ক্লিনিক অ্যান্ড ডাইগনিস্টিক অ্যাসোশিয়েশন জেলার সব প্রাইভেট ক্লিনিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

জেলা ক্লিনিক অ্যান্ড ডাইগনিস্ট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল ইসলাম এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকা বলেন, এটা শুধু হয়রানি। আমরা সরকারি বিধান মেনে কার্যক্রম পরিচালনা করছি। কিন্ত তিন মাস চার মাস পরপর এমন অভিযানের নামে মোটা অংকের টাকা জরিমানা কোনভাবেই কাম্য নয়।

এ ঘটনার পর রাতে সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে সব ক্লিনিক বন্ধ ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :