বখাটের উৎপাতে বগুড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৭, ১৭:৩৫

বগুড়ার দুপচাঁচিয়ায় একদিনের ব্যবধানে আবারও বখাটের উৎপাত সহ্য করতে না পেরে পঞ্চম শ্রেণির ছাত্রী মিলি খাতুন (১৪) সোমবার সন্ধ্যায় আত্মহত্যা করেছে।

নিহত মিলি উপজেলার মোস্তফাপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে। এ ঘটনায় মিলির মা বাদী হয়ে সোমবার রাতেই দুপচাঁচিয়া থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলার মোস্তফাপুর গ্রামের জাহিদ হোসেন মন্ডলের ছেলে বুলু মন্ডল (৩৮) ও আবুল ফকিরের ছেলে ছদরুল ফকির (৩৬) বেশ কিছুদিন ধরে মিলি খাতুনকে উত্ত্যক্ত করতো। ঘটনাটি মিলির মা জানতে পেরে ওই বখাটের অভিভাবকদের জানিয়ে তা বন্ধ করার অনুরোধ জানান। কিন্তু তাতেও তারা ক্ষান্ত হয়নি। এরূপ ঘটনায় অতিষ্ঠ হয়ে ঘটনার দিন সন্ধ্যায় মিলির মা বেলী খাতুন বাড়ির বাইরে তেল আনতে গেলে মিলি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম মিলির আত্মহত্যার ঘটনায় তার মা বেলী খাতুন বাদী হয়ে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত রবিবার বিকালে দুপচাঁচিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রোজিফা আক্তার সাথী বখাটের উত্ত্যক্তের ঘটনায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :