অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার রদবদল

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৭, ১৯:৫৮ | আপডেট: ১১ অক্টোবর ২০১৭, ০৯:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে এই রদবদল করা হয়।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদকে নোয়াখালী জেলার সদর সার্কেলে, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা এসপিবিএনে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়াকে সিআইডিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে সিলেট মহানগর পুলিশে, এসএমপি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় বদলি করা হয়েছে।

অপরদিকে একই আদেশে নোয়াখালী জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসাকে ঢাকার পিবিআইতে, টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকারকে রেলওয়ে পুলিশে, রাজশাহীর পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নূরকে শেরপুরে, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিব খাঁনকে রাজবাড়ী জেলায় ও  খুলনা পুলিশ ট্রেনিং কলেজের পিটিসি খুলনার অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামকে কিশোরগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এএ/জেবি)