গাইবান্ধায় যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৭, ২০:১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার দাবি করে এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা যুবদল মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ মিছিলটিকে বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুন্নবীর রিটুর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, শহর বিএনপির শহিদুজ্জামান শহীদ, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা কৃষক দলের আহ্বায়ক ইলিয়াস হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ভুটটু, রাগিব চৌধুরী, ফরিদুল হক রুবেল, গোবিন্দগঞ্জ থানা যুবদল সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, বিএনপি নেতা কামাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাহেদুন্নবী তিমু, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, আবু বকর সিদ্দিক, ফেরদৌস আলম, শফিকুর রহমান খোকা প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হয়েছে দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :