ফ্রান্সে বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সম্মেলন অনুষ্ঠিত

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৭, ২২:৪৭

সিলেটের বিয়ানীবাজার প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতিতে ফ্রান্সের জনপ্রিয় সামাজিক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার প্যারিসের পান্তায় আয়োজিত এ সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সভাপতি সরোয়ার হোসেন টিপু।

ট্রাস্টের সাধারণ সম্পাদক আলী হোসেন এর পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জনকল্যাণ সমিতি ইউকে সভাপতি জাহাঙ্গীর খান, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক করিম উদ্দিন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সহসভাপতি দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে সাংগঠনিক সম্পাদক আবু বক্কর খসরু, বিশিষ্ঠ রাজনীতিবিদ আব্দুর রহিম শামীম, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি সভাপতি অলি উদ্দিন শামীম প্রমুখ।

এসময় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ, বেনজির আহমদ সেলিম, এম এ কাশেম, মিজান চৌধুরী মিন্টু, ওয়াহিদ বার তাহের, সালেহ আহমদ চৌধুরী, কবির হোসেন পাটোয়ারী, মুজিবুর রহমান, হেনু মিয়া, মোস্তফা হাসানসহ নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সম্মেলন কমিটির চেয়ারম্যান বাবলু হোসেন ও সদস্য সালেহ আহম্মেদের পরিচালনায় সর্বসম্মতিক্রমে বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষণা করেন ব্রিটেনের কমিউনিটি নেতা আব্দুর রহিম শামীম।

এসময় সভাপতি হিসাবে সরোয়ার হোসেইন টিপু ও সাধারণ সম্পাদক হিসাবে আলী হোসেইনকে পুনর্নির্বাচিত করা হয়। পরে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করান বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন।

সম্মেলনের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন ও সহসাংস্কৃতিক সম্পাদক স্টার সানির পরিচালনায় এসময় গান পরিবেশন করেন সাজ্জাদ নূর, সাজ্জাদ মিয়া, মিতুয়া হেমা, সুমা দাস নৃত্য শিল্পী সোহেল খান।

বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন নিজেকে এ সংগঠনের ট্রাস্টি হিসাবে অন্তর্ভুক্তি করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়ে বলেন, ফ্রান্স থেকে বাংলাদেশের মানুষের বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট যে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে তা সত্যি প্রসংশনীয়।

তিনি বলেন, আঞ্চলিকতার মাধ্যমে আন্তরিকতা সৃষ্টি করে ফ্রান্সের সর্বত্র বাংলাদেশিদের অবস্থান সৃষ্টি করা সম্ভব।

নবনির্বাচিত সভাপতি সম্পাদক তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আগামী দিনগুলিতে সংগঠনকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতার পাশাপাশি আন্তরিকতার দরকার।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/কেকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :