কমলনগরে ১২ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৭, ০৮:১৩

লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে গোটা বাজারে ছড়িয়ে পড়ে। এ সময় ওহাব বস্ত্রালয়, তামিম বস্ত্রালয়, মা কলি বস্ত্রালয়, আল সৈয়দ ক্লথ স্টোর, মা ফাতেমা ক্লথ স্টোর, মদিনা ক্লথ স্টোর, বিছমিল্লাহ ক্লথ স্টোর, আলী আযম ড্রাগিস্ট, বিছমিল্লাহ টেলিকম ও মহিউদ্দিনের মুদি দোকানসহ ১২ দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ইউনিট ম্যানেজার আসাদুজ্জামান ঢাকাটাইমসকে জানান, খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :