কাঁঠালের পাতা পাড়ায় মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৭, ০৮:২১

ঠাকুরগাঁওয়ে কাঁঠালের পাতা পাড়ায় মনসুর আলী (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেছেন গাছের মালিক। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনসুর আলী দক্ষিণ ঠাকুরগাঁও দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও সদর উপজলোর আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও মুন্সিপাড়া গ্রামের মনসুর আলী মঙ্গলবার বিকালে ছাগলকে খাওয়ানোর জন্য প্রতিবেশীর কাঁঠাল গাছ থেকে পাতা পাড়তে যায়। ওই সময় গাছের মালিক মজির উদ্দিন বল্টু ধারালো ছুরি দিয়ে মনসুরের গলায় আঘাত করেন। এতে মনসুর মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনকি সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার জানান, ধারালো অস্ত্র দিয়ে তার গলায় বড ধরনের জখম করা হয়েছে।

গাছের মালিক মজির উদ্দীন বল্টু ঢাকাটাইমসকে বলেন, ‘আমার গাছের পাতা পাড়তে আসায় আমি তার গলায় আঘাত করেছি।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযাগ করেনি। অভিযাগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :