পাকুন্দিয়ায় কন্যা শিশু ও বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৭, ১৩:১০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুধবার জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, উপজেলা নারী ও শিশু বিষয়ক কার্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্র-এর আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দিবস দুটি পালন করা হয়।

এ লক্ষ্যে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউএনও অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর পরিচালক শেফালী আক্তার, পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা ও অফিস সহকারী মো. শাহ আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :