রানারের গাড়ির পরিবেশকদের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৭, ১৫:৪৭

রানার অটোমোবাইলস লিমিটেড বাজাজ থ্রি হুইলার ও এলপিজি চালিত কিউট গাড়ির পরিবেশকদের ব্যবসায়িক সম্মেলন ১০ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বাজাজের সাথে রানার এর ব্যবসায়িক অংশীদারিত্ব স্থাপনের পর এটা প্রথম সম্মেলন। এ অংশীদারিত্বের মাধ্যমে বাজাজ থ্রি হুইলার ও এলপিজি চালিত কিউট গাড়ি রানার এর দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে বাজারজাত করছে।

অনুষ্ঠানে ‘বাজাজ ইন্ট্রাসিটি আরই ডিজেল’ নামের থ্রি হুইলার গাড়ির যাত্রা উদ্বোধন করা হয়। বিশে^র অন্যতম শক্তিমান এই থ্রি হুইলার বাজারে ছাড়া হবে তিন লাখ টাকায়।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুকেশ শর্মা, রানার এবং বাজাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিশাল গুপ্ত, দীড়ক সিং যাদব, রঞ্জিত প্রসাদ কাকতি, রামানপ্রীত আহুজা এবং সৌরভ ব্রাহমী এবং নবনিযুক্ত ১৯ জন পরিবেশক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুকেশ শর্মা বলেন, পরিবেশকদের ব্যবসায়িক সম্মেলন রানার-বাজাজ এর মধ্যে শক্ত বন্ধন তৈরি করেছে। বাজাজ ইন্ট্রাসিটি আরই ডিজেল নামের থ্রি হুইলার গাড়ির যাত্রা উদ্বোধন করার মাধ্যমে পরিবেশকদের সাথে রানারের সর্ম্পক আরো অটুট হয়েছে। তিনি আশা করেন, ‘বাজাজ ইন্ট্রাসিটি আরই ডিজেল’ নামের থ্রি হুইলার বাংলাদেশের বাজারে ব্যাপক সাফল্য পাবে।

হাফিজুর রহমান খান বলেন, রানার-বাজাজ এর বন্ধন বাংলাদেশের যোগাযোগ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, শহর-গ্রামাঞ্চলসহ সারাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে বিরাট ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

এই বন্ধন ভারত ও বাংলাদেশের স্বার্থ সুরক্ষা করবে এবং দুদেশের সর্ম্পককে আরও মজবুত করবে বলে তিনি মনে করেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

নাটক রূপান্তর: দুঃখ প্রকাশের পর এবার বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ ওয়ালটনের

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে ওয়ালটনের আইনি নোটিশ, চুক্তি বাতিল

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কর্মসংস্থান ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

বিসিএসআইআর ও গাজীপুরের লিজেন্ট এগ্রোপ্লাসের মধ্যে চুক্তি 

কর্মসংস্থান ব্যাংকের এমডিকে বিএইচবিএফসি’র সংবর্ধনা 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত ডিএমডিদের শ্রদ্ধা

উপব্যবস্থাপনা পরিচালক হলেন অগ্রণী ব্যাংকের আবুল বাশার

প্রিমিয়ার ব্যাংক এবং নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি 

লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :