জনপ্রতিনিধি ও সরকারি চাকুরেদের একত্রে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২২:৫৮ | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৭, ২২:২৭
ফাইল ছবি

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সততা ও আন্তরিকতার সঙ্গে যৌথভাবে কাজ করতে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কিশোরগঞ্জের সার্কিট হাউজের অডিটোরিয়ামে স্থানীয় নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে ‘স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত করার জন্য আপনাকে যৌথভাবে কাজ করতে হবে’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সফরের আজ ছিল শেষ দিন।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষার গুণগত মান উন্নত হয়েছে দেশে। অভিভাবক, শিক্ষকসহ সবাইকে অবশ্যই ছাত্রদের নৈতিকতা বিকাশে গুরুত্ব দিতে হবে। মুক্তিযুদ্ধের আত্মত্যাগ প্রকাশের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করতে হবে।

কিশোরগঞ্জের সমৃদ্ধ সংস্কৃতি ও কাস্টমসের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘সাংস্কৃতিক কর্মীদের আরো সক্রিয় হওয়া উচিত এবং আমাদের কাস্টমসকে যথাযথভাবে পালন করতে হবে। কারণ একটি ভালো সংস্কৃতি একটি সুসংহত জাতি গঠনে সহায়তা করে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার বাস্তবায়নের জন্য সহযোগিতার হাত বাড়াানোর জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সবাইকে আহ্বান জানান।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :