শরীয়তপুরে ৩৯ জেলেকে সাজা

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৭, ২২:৫৩

নিষেধাজ্ঞা আমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরায় নড়িয়া ও ভেদরগঞ্জ থেকে ৩৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও মৎস বিভাগ। এদের মধ্যে ৩০ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৯ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয় ২৫ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল।

মৎস বিভাগ জানায়, বুধবার সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৭ জেলেকে আটক করে নৌ-পুলিশ ওমৎস বিভাগ। এসময় নদী থেকে জব্দ করা হয় ২৫কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল কেটে নদীতে ফেলানো হয়েছে। আটককৃত ৩০ জনকে ১৫দিনের কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। বাকি ৯ জনকে ৫ হাজার করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, এ নিয়ে প্রজনন মৌসুমে ইলিশ ধরার অপরাধে ১১ দিনে আটক করা হয়েছে ১৭৯ জেলে ও অভিজান পরিচলানা করা হয়েছে ১৬৩টি। মোবাইল কোর্ট বসানো হয়েছে ৬৪টি। জব্দ করা হয়েছে পাঁচ হাজার ৩৩ কেজি ইলিশ, ১০ লাখ ৩৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি জেলে নৌকা। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :