ব্যাট করছে বাংলাদেশ, কিপিংয়ে নেই মুশফিক

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৭, ১৪:১২ | আপডেট: ১২ অক্টোবর ২০১৭, ১৪:৩১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ব্লোয়েমফন্টেইনে ক্রিকেট সাউথ আফ্রিকা একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ দল। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ৭ ওভারে বিনা উইকেটে ৩১।

ইনজুরির কারণে এ ম্যাচ খেলছেন না ওপেনার তামিম ইকবাল। সৌম্য সরকারের সঙ্গে ওপেন করছেন ইমরুল।

মজার ব্যাপার হলো, টেস্ট সিরিজের পর এ ম্যাচেও উইকেটের পিছনে নেই মুশফিক। কিপিং করছেন লিটন কুমার দাস। মুশফিক আছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে।

তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মোস্তাফিজ ও রুবেলের সঙ্গে খেলছেন তরুণ পেসার সাইফ উদ্দিন। একাদশে নেই মিরাজ। খেলছেন নাসির।

ওয়ানডে সিরিজের আগে এটাই বাংলাদেশ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ। আগামী ১৫ অক্টোবর কিম্বার্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পার্লে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। ইস্ট লন্ডনে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।    

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন,

(ঢাকাটাইমস/১২অক্টোবর/ডিএইচ)