বগুড়ায় শিশুসহ তিন রোহিঙ্গা আটক

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৭, ১৮:১৫

বগুড়ায় দুই রোহিঙ্গা নারী ও এক শিশুকে আটক করেছে পুলিশ। তারা ভুয়া জন্মসনদ সংগ্রহ করে পাসপোর্ট করতে গিয়ে আটক হন।

বৃহস্পতিবার সকালে শহরের খান্দার এলাকায় পাসর্পোট অফিস থেকে তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আটক কৃতরা হচ্ছেন হাজেরা বিবি(২৫) তার সন্তান ওসমান গনি(৭) এবং মা আমেনা বিবি (৪৮)।

তারা কক্সবাজারের পেংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বগুড়ায় এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পাসপোর্ট অফিসে হাজেরা বিবি নামের এক নারী দালালের মাধ্যমে ফরম পুরণ করে জমা দেন। এরপর আঙ্গুলের ছাপ দিতে গেলে অসংলগ্ন কথাবার্তায় পাসপোর্ট কর্মকর্তার সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন যে তিনি রোহিঙ্গা। সাথে তার মা ও সন্তান রয়েছে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ তিনজনকেই থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানায়, কয়েকদিন আগে তারা কক্সবাজার থেকে পালিয়ে বগুড়ায় আসে। এরপর দালালের মাধ্যমে দুপচাঁচিয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদ থেকে জন্মসনদ সংগ্রহ করে পাসপোর্ট করতে যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, আটককৃত তিন রোহিঙ্গাকে কক্সবাজার পুলিশের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :