মানিকগঞ্জে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৭, ২০:৩৫

আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মানিকগঞ্জে পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরে বর্ণাঢ্য র‌্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়।

জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আরো বক্তব্য দেন- জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ফজলুর হক, নজরুল ইসলাম নজু, কার্যকরী সদস্য মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. নান্নু শেখ, কাইউম খান, শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শামিম হোসেন, সাইফুল ইসলাম সুমন, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শরিফ মিয়া, পৌর শ্রমিকলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন শিকদার, জাগির ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ প্রমুখ।

প্রতিষ্ঠাবাষির্কীর আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সারাবাংলার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর হাতেগড়া ঐতিহ্যবাহী এ সংগঠন শুধু শ্রমিকদের অধিকার আদায়ের জন্যই কাজ করে না, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা একযোগে কাজ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করবে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :