প্রস্তুতি ম্যাচে নিষ্প্রভ হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১০:০৫ | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৭, ২১:৫৯

প্রস্তুতি ম্যাচে নিষ্প্রভ বাংলাদেশের ব্যাটিং-বোলিং। কোনোটিতেই তেমন উজ্জ্বল কিছু দেখাতে পারলেন না খেলোয়াড়রা। জেপি ডুমিনির নেতৃত্বাধীন ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেনের বিরুদ্ধে বাংলাদেশ হেরে গেল ছয় উইকেটে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ অক্টোবর।

আজ বাংলাদেশের দেয়া ২৫৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। দলের পক্ষে এইডেন মার্করাম ৮২, ম্যাথু ‍ব্রিৎজকেকে ৭১, জেপি ডুমিনি ৩৪ ও এবি ডি ভিলিয়ার্স ৪৩ রান করেন। বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মর্তুজা ১টি, নাসির হোসেন ১টি ও মাহমুদউল্লাহ রিয়াদ ২টি করে উইকেট নেন।

সিএসএ ইলেভেন ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটি ভাঙেন নাসির হোসেন। এইডেন মার্করামের বিরুদ্ধে নিজের বলে নিজেই ক্যাচ নেন তিনি। এরপর স্বাগতিকদের দলীয় রান যখন ১৭৪ তখন ম্যাথু ব্রিৎজকেকে বোল্ড করেন মাশরাফি বিন মর্তুজা। এরপর জেপি ডুমিনিকে মাহমুদউল্লাহ রিয়াদ যখন ফেরান তখন প্রোটিয়াদের দলীয় রান ২৩৬। প্রোটিয়াদের ম্যাচ জিততে যখন প্রয়োজন মাত্র চার রান তখন এবি ডি ভিলিয়ার্সকে সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৫৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সাকিব আল হাসান ৬৮ ও সাব্বির রহমান ৫২ রান করেন।

ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ আজ ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৩ রানে চার উইকেট হারিয়ে ফেলে। পরে সাকিব আল হাসান ও সাব্বির রহমান দলকে টেনে তোলেন। স্বাগতিকদের পক্ষে বিউরান হেন্ডরিকস ১টি, রব্বি ফ্রাইলিঙ্ক ২টি, মালুসি সিবোতো ২টি, এমবুলেলো বুদাজা ২টি, অ্যারোন ফাঙ্গিসো ২টি ও উইলেম মালডার ১টি করে উইকেট নেন।

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৮ ও ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের পর প্রোটিয়াদের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ছয় উইকেটে জয়ী সিএসএ ইলেভেন।

বাংলাদেশ ইনিংস: ২৫৫ (৪৮.১ ওভার)

(ইমরুল কায়েস ২৭, সৌম্য সরকার ৩, লিটন দাস ৮, মুশফিকুর রহিম ২২, সাকিব আল হাসান ৬৮, মাহমুদউল্লাহ রিয়াদ ২১, সাব্বির রহমান ৫২, নাসির হোসেন ১২, মোহাম্মদ সাইফউদ্দিন ১৩*, মাশরাফি বিন মুর্তজা ১৭, মোস্তাফিজুর রহমান ০; বিউরান হেন্ডরিকস ১/৪০, রব্বি ফ্রাইলিঙ্ক ২/২৫, মালুসি সিবোতো ২/৪৯, এমবুলেলো বুদাজা ২/৪১, অ্যারোন ফাঙ্গিসো ২/৪৬, জেপি ডুমিনি ০/২৬, উইলেম মালডার ১/২৫)।

সিএসএ ইলেভেন ইনিংস: ২৫৭/৪ (৪৬.৩ ওভার)

(এইডেন মার্করাম ৮২, ম্যাথু ব্রিৎজকে ৭১, জেপি ডুমিনি ৩৪, এবি ডি ভিলিয়ার্স ৪৩, খায়া জোন্ডো ১০*, হেনরিক ক্লাসেন ৫*; মাশরাফি মুর্তজা ১/৪৭, মোস্তাফিজুর রহমান ০/৪৩, সাকিব আল হাসান ০/৩০, মোহাম্মদ সাইফউদ্দিন ০/২৭, রুবেল হোসেন ০/৪১, নাসির হোসেন ১/৫২, মাহমুদউল্লাহ রিয়াদ ২/১৩)।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :