বিসিবি নির্বাচন ৩১ অক্টোবর

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৭, ২২:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। নব-গঠিত পাঁচ সদস্যের ইলেকশন কমিশনের দিনব্যাপী মিটিংয়ের পর এই ঘোষণা দেয়া হয়েছে।

৩১ অক্টোবরের নির্বাচনের ফলাফল প্রকাশের পর নির্বাচন কমিশন বিসিবি সভাপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। নতুনভাবে নির্বাচিত পরিচালকগণের ভোটে বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের প্যানেলের চার বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৭ অক্টোবর। এই তারিখের পর নতুন প্যানেল দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বিসিবি নির্বাহী জরুরি ভিত্তিতে যেকোনও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখেন।

আগামী ২০ অক্টোবর প্রার্থীগণ মনোনয়নপত্র নিতে পারবেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৪ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৫ অক্টোবর। যদি কোনও প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান তার শেষ তারিখ ২৯ অক্টোবর।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এসইউএল)