প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আরাকান রোহিঙ্গা ইউনিয়নের কৃতজ্ঞতা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৭, ২২:৪৪

সৌদি প্রতিনিধি, ঢাকাটাইমস

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ‘আরকান রোহিঙ্গা ইউনিয়নের উদ্যোগ শুকরানা সভা, আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মের অনুসারীদের জাতিগত সহিংসতা, হত্যা,  ধর্ষণ ও অগ্নিসংযোগে অসহায় রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের জনগণ ও সরকার আশ্রয় দিয়ে মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে- তার জন্যে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন সময় সৌদি আরবে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা ইউনিয়ন।

সভায় রোহিঙ্গাদের দুর্দিনে আশ্রয় দান ও জাতিসংঘের অধিবেশনে যোগ দান করে রোহিঙ্গাদের অধিকারের জন্য বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন- সংগঠনের সহ-পরিচালক শেখ আব্দুল্লাহ আল মারুফ। এতে প্রধান বক্তা ছিলেন ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’-এর চেয়ারম্যান আবু সালমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সৌদি নাগরিক মোহাম্মদ আইয়ুব জাম্মাল, আরাকান রোহিঙ্গা ইউনিয়নের নেতা মহম্মদ নুরুল আমিন, জোবায়ের ফজল, আনতাল হাকিম, মোহাম্মদ রফিক, আব্দুল্লাহ আচিরী, কাবীর মহিবুল্লা ও সৈয়দ মৌলবী।

সভা শেষে নিপীড়িত রোহিঙ্গা শরণার্থীদের বিশেষ দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/এলএ)