কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৭, ০৯:৫৪

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’শাহীন নামের এক যুবক নিহত নিহত হয়েছেন। কুমারখালী উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত শাহীনের বাড়ি কুষ্টিয়া সদর থানার নূরপুর গ্রামে। তার বাবার নাম মতিউর রহমান।

শাহীন মালয়েশিয়াপ্রবাসী রাকিবুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক জানান।

ওসি জানান, মালয়েশিয়াপ্রবাসী রাকিবুল ইসলাম হত্যা মামলায় গত বুধবার গ্রেপ্তার করা হয়েছিল শাহীনকে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাকিবুলের স্ত্রী নাঈমা সুলতানা তিশাকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে বৃহস্পতিবার রাতে শাহীনকে নিয়ে শিলাইদহ ঘাটে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওত পেতে থাকা শাহীনের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে শাহীন গুলিবিদ্ধ হলে সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা শাহীনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল খালেক আরও জানান, বন্দুকযুদ্ধে তাদের চার সদস্য আহত হয়েছেন। তারা হলেন উপপরিদর্শক (এসআই) রাজীব আল রশিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান, কনস্টেবল মো. ফিরোজ ও আলিমুজ্জামান। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রবিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালীগঙ্গা নদী থেকে রাকিবুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। এ ঘটনায় আটজনকে আসামি করে কুমারখালী থানায় একটি মামলা নিহতের বাবা মন্টু।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :