বাকৃবিতে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের ১৫ বছর পূর্তি উদযাপিত

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৭, ১৪:৫৩

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিংয়ের ১৫ বছর পূর্তি উদযাপন ও সকল গ্রাজুয়েটদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে দুই দিনব্যাপী শুক্রবার বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শনিবার আলোচনা সভা ও  কনসার্টের আয়োজন করা হয়েছে।

ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এ সময় র‌্যালিতে ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান,  অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, অধ্যাপক ড. মো. মোহাম্মদ গোলজারুল আজিজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও ফুড ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

২০০২ সাল থেকে বাকৃবির কৃষি প্রকৌশল ও করিগরি অনুষদ এই বিএসসি ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান শুরু করে। এছাড়াও ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ খেকে স্নাতকোত্তর ডিগ্রিও প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)