ভূতের ভয়ে পুরুষশূন্য গ্রাম

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৭, ১৫:০৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৭, ১৬:৫৬

ঢাকাটাইমস ডেস্ক

ভূতের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে এক গ্রামের সব পুরুষ বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলার কাসিগুদা গ্রামে। এই গ্রামে নাকি এক মহিলা ভূত ঘুরে বেড়াচ্ছে। তার নিশানায় শুধুমাত্র গ্রামের পুরুষরা।

কাসিগুদা গ্রামে মোট ৬০টি পরিবারের বসবাস। পাথর কাটা ও ভাঙার ওপরেই তাদের জীবিকা নির্ভর করে। তবে আপাতত সেসব শিকেয় উঠেছে। প্রাণ বাঁচানোর তাগিদে বেশিরভাগ বাসিন্দাই গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে গেছেন।

শুধু পুরুষ নয়, পালিয়েছে গ্রামের নারীরাও। গ্রাম থেকে ভূত না গেলে কেউই আর সেখানে ফিরতে রাজি নন। হাতে গোনা যে কজন গ্রামে থেকে গেছেন তারা কেউই সন্ধ্যার পর নিজেদের ঘর থেকে বেরোচ্ছেন না।

যদিও তেলেঙ্গানার প্রত্যন্ত অঞ্চলে এর আগেও ভূতের ভয় ছড়িয়েছে, তবে এভাবে গ্রামবাসীদের সবকিছু ছেড়ে চলে যাওয়ার ঘটনা আগে কখনও দেখা যায়নি।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/এএইচ