ঢাবিতে জালিয়াতির অভিযোগে আটক ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৭, ১৫:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১০ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী ।

শুক্রবার সকাল ১০টা থেকে ‘ক’ ইউনিটের ভর্তিপরীক্ষা শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ১১টায়।

আজকের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে যে ১০ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ থেকে, চারজনকে বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ কেন্দ্র থেকে, একজনকে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে। এ ছাড়া বাকি তিনজনকে কোন কেন্দ্র থেকে আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি।

ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘ডিভাইস ব্যবহার করে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় তাদেরকে আটক করা হয়েছে।’

এ বছর ১ হাজার ৭৬৫টি আসনের জন্য আবেদন করেন ৮৯ হাজার ৫০৬ জন ।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এসও/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :