‘বাংলাদেশে সকল ধর্মের মানুষ ভাই ভাই’

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৭, ২২:১৬

পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হচ্ছে- অহিংসা পরম ধর্ম। হানাহানি কাটাকাটি নেই। জীব হত্যা নেই, জগতের সকল প্রাণী সুখী হউক। আর বাংলাদেশ হচ্ছে অসম্প্রাদিক দেশ, শান্তির দেশ। সকল ধর্মের মানুষ এখানে ভাই ভাই। সকলে মিলেমিশে সুখে শান্তিতে বাস করছে।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে শুক্রবার কঠিন চীবর দানোৎসব ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ড. জ্ঞানশ্রী মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন- বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদের সভাপতি লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী ও পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার প্রমুখ।

পবিত্র কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- বৌদ্ধ পূজা ও সংঘদান, ভিক্ষু সংঘের পিণ্ড দান, মঙ্গলাচরণ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :