বাইচ প্রশিক্ষণকালে নৌকা ডুবে নিখোঁজ তিন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৭, ১৮:৩০

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীতে নৌকা বাইচের প্রশিক্ষণ নেয়ার সময় নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।

শনিবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২৩ জনের একটি নৌকা বাইচের দল রাজিবপুর উপজেলায় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল। হঠাৎ নৌকাটি উল্টে গিয়ে ২৩ জনের মধ্যে তিনজন পানিতে ডুবে যান। অন্যান্যরা সাঁতরে পাড়ে ওঠে রক্ষা পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, নৌকাডুবির সাথে সাথে স্থানীয়ভাবে ওই তিনজনকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। এ ব্যাপারে গাইবান্ধার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, নৌকা ডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন মালিবাড়ি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের ফজলার রহমানের ছেলে আব্দুল লতিফ। সে কামারজানি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত আছেন। একই গ্রামের মহির উদ্দিনের ছেলে ফুলমিয়া।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :