পুর্তগালে বিশ্ব সুন্নী আন্দোলনের আলোচনা সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৭, ১৮:৩১

বিশ্ব সুন্নী আন্দোলন, পর্তুগালের উদ্যোগে শুক্রবার রাত সাড়ে ৮টায় পর্তুগালের লিসবনের ফুড গার্ডেন হলে এক আলোচনা সভা হয়।

বিশ্ব সুন্নী আন্দোলন পর্তুগাল শাখার সভাপতি সোহাগ মুন্সীর সভাপতিত্বে ও নাজিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- কাজী জুলহাস মামুন, আবু বাক্কার সিদ্দিক আবীর, আল মাহজাব, খাইরুল ইসলাম, শাহ্‌নূর আজাদ জনি, আব্দুল্লাহ আল মামুন, রাকিবুল হক ভুঁইয়া, আল আমীন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আলো-আঁধার যেমন পরস্পর বিরোধী, তেমনি দ্বীনের নির্দেশিত খেলাফতে ইনসানিয়াত বা সার্বজনীন মানবতার মুক্তরাষ্ট্র এবং অপরদিকে মুলুকিয়ত বা রাষ্ট্রের নামে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতার কারাগার কষাইখানা সম্পূর্ণ বিপরীত বিষয়। অবৈধ রাষ্ট্র ক্ষমতার জোরে ঈমানি আত্মসত্তা ও মানবিকজীবন চেতনা উৎখাত করে বস্তুবাদী গোত্রবাদী আঁধার রুদ্ধতার পাশবিক বর্বরতা প্রতিষ্ঠা করে যখন আত্মিক বিনাশ করা হচ্ছিল, তখন শাহাদাতে কারবালা তা প্রতিরোধ করে ঈমানি অস্তিত্ব তথা সত্যের ধারা উপর গুরুত্ব আরোপ করে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :