শ্রীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৭

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৭, ১৯:২৩

গাজীপুরের শ্রীপুরের বরমীর বরনল এলাকায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে ১৭ জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের সকলেই শ্রীপুর পৌর এলাকার হ্যামস গার্মেন্টস নামক কারখানার শ্রমিক।

হ্যামস গার্মেন্টস কারখানার প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা সুমন প্রধান ঢাকাটাইমসকে জানান, কাওরাইদ থেকে হ্যামস কারখানার ৩৫ জন পোশাক কর্মী নিয়ে বাসটি শ্রীপুরের পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটির হ্যামস কারখানায় যাচ্ছিল। বাসটি বড়নল এলাকায় পৌঁছলে রাস্তার মাঝ দিয়ে দৌড় দেওয়া একটি শিশুকে নিরাপদ করতে চালক ব্রেক কষলে বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা ১৭ জন শ্রমিক আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার জানান, আহতদের মধ্যে তাসলিমা নামের একজনের হাত ভেঙে যাওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইম/১৪অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :