‘স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর’

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৭, ২০:৩০

রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে চোখের উন্নত চিকিৎসা নিতে পারেন- সেজন্য অচিরেই মঠবাড়িয়ায় একটি আইক্যাম্প স্থাপন করা হবে।

শনিবার সকালে ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির আয়োজনে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আহবায়ক মুক্তিযোদ্ধা মুজিবুলহক খান মজনু, থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বশির আহম্মেদ, নাগরিক কমিটির সদস্য সচিব (অব.) প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রাশেদুল ইসলাম, কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :