ড্রোন দিয়ে সিনেমাটোগ্রাফি করতে চান?

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৬:২৬ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ১৩:১৪

চীনের জনপ্রিয় ইমেজিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিজেআই নতুন একটি ক্যামেরা বাজারে ছেড়েছে। মডেল জেনমাস এক্স সেভেন। এটি মূলত ড্রোন ক্যামেরা। যারা ড্রোন দিয়ে সিনেমাটোগ্রাফি করতে চান তাদের জন্য বিশেষভাবে ক্যামেরাটি তৈরি করা হয়েছে।

ড্রোনের সঙ্গে সংযোজন করা যায় এমন করে ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে। এতে সুপার ৩৫ ক্যামেরা সিস্টেম ডিভাইন করা আছে। ফলে অনায়াসে যেকোনো ড্রোনের সঙ্গে এটিকে ফিট করে তথ্যচিত্র, ভিডিওচিত্র ধারণ করা যাবে।

জেনমাস এক্স সেভেন ক্যামেরাটিতে আছে ৩৫ মিলিমিটার ক্যামেরা সেন্সর। যেটিতে ডায়নামিক রেঞ্জ পাওয়া যাবে। এতে ১৪ স্টপ ডায়নামিক রেঞ্জ ব্যবহার করা হয়েছে।

ক্যামেরাটি দিয়ে সিক্স কে মানের ভিডিওধারণ করা যাবে। এতে সিনেমাডিএনজি র ফটো তোলা যাবে।

এতে ডি-লগ প্রোফাইল ব্যবহার করা হয়েছে। ফলে এতে উন্নত মানের কালার সিস্টেম থাকছে। যা দিয়ে ভালো মানের প্রফেশনার ফটোগ্রাফি করা যাবে।

ক্যামেরার বডির সঙ্গে চারটি প্রাইম লেন্স পাওয়া যাচ্ছে।

লেন্স ছাড়া ক্যামেরাটির মূল্য ২৬৯৯ ডলার। চারটি লেন্সসহ মূল্য ৪২৯৯ ডলার।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :