কুকুরকে ‘ধর্ষণের’ অভিযোগে মুম্বাইয়ে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ১৩:১৯

রাস্তার কুকুরকে ‘ধর্ষণ’ করায় গ্রেপ্তার করা হয়েছে ভারতের বাণিজ্য নগরীখ্যাত মুম্বাইয়ের উনিশ বছর বয়সী এক যুবককে। অভিযোগের ভিত্তিতে পওই অঞ্চলের বাসিন্দা কুলদীপ কারোতিয়াকে শনিবার পুলিশ গ্রেপ্তার করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, শুক্রবার রাতে অভিযুক্ত যুবককে তিনি অপ্রকৃতস্থ অবস্থায় দেখেছেন। ওই যুবক একটি পথকুকুরকে ধরে জোর করে রাস্তার ধারের শৌচাগারে নিয়ে যায়। সেখানে গিয়ে অপকর্ম করে। গোটা ঘটনাটা ঘটেছে তারই চোখের সামনে।

মুম্বাই পুলিশের কন্ট্রোলরুমে ঘটনার উল্লেখ করে ফোন এলে, তাৎক্ষণিক তা স্থানীয় থানাকে জানানো হয়। যার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা নিয়ে তাকে কয়েকদফায় জেরাও করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কুকুরের সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় অস্বাভাবিক যৌনতার অভিযোগ আনা হয়েছে।

ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এক সমীক্ষায়, ৬০ শতাংশ নারী নিঃসঙ্কোচে দাবি করেছেন তাদের পার্টনাররা বাড়িরা পোষা কুকুর বা অন্য পোষ্যকে নিগ্রহ করে মেরে ফেলেছে। তার মধ্যে যৌননিগ্রহও রয়েছে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :