ডিএনডির জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হচ্ছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:২১

নারায়ণগঞ্জের ডিএনডিতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের বিষয়ে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘ডিএনডি বাঁধের জলাবদ্ধতা নিরসনে কাজ আগামী দুই সপ্তাহের মধ্যেই শুরু হবে। শৃঙ্খলা, গুণগত মান বজায় রাখার জন্যই সেনাবাহিনীকে কাজটি দেয়া হয়েছে, যাতে কোনো ধরনের গাফিলতি না হয়। ডিএনডির কাজ করতে আপাতত কোনো সমস্যা নেই।’

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে ডিএনডির প্রকল্প নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘তবে একটি সমস্যা হতে পারে, সেটা জমি অধিগ্রহণ। আশা করি জনপ্রতিনিধিদের সহযোগিতায় এটার মধ্যেও কোনো বাধা আসবে না। পানিসম্পদ মন্ত্রণালয় ডিএনডির ভেতরে পানি নিষ্কাশনের পাম্প স্থাপন ও খালগুলো সংস্কার উদ্ধার করবে। তাছাড়া সেখানে ড্রেন ও সুয়ারেজের পানির জন্য সিটি করপোরেশন ও এলজিইডি কাজ করবে। এজন্য এমপি, জেলা পরিষদ, এলজিইইডি, ঢাকার দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বলা হয়েছে সমন্বয় করেই কাজ করতে।’

মন্ত্রী বলেন, ‘ডিএনডির ভেতরে প্রচুর শিল্প-কারখানা আছে, যাদের পানি দূষিত। এসব কারখানার সবার পক্ষে হয়তো ইটিপি প্লাট নির্মাণ সম্ভব না। সেজন্য প্রয়োজনে কয়েকটি কারখানার জন্য একটি সেন্ট্রাল ইটিপি প্লান্ট নির্মাণ করা যেতে পারে। এটার সমাধান বের করতে এমপিদের উদ্যোগী হতে হবে।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘সেনাবাহিনীর কাজ শেষ হওয়ার পর আশা করি ডিএনডির মানুষ আর কোনো দুর্ভোগের শিকার হবে না। খালের পাশে ওয়াকওয়ে নির্মিত হবে। এলাকার ভুক্তভোগী জনগণই এসব সংরক্ষণ করবে আশা করছি। কিছু লোকের জন্য আমরা এখানে এত মানুষের কষ্ট লাঘবের এ প্রকল্প বন্ধ করব না। মাত্র দুই হাজার মানুষ হয়তো এ প্রকল্পের বিরোধিতা করছে, কিন্ত এদের জন্য এত মানুষের কষ্ট হতে দেয়া হবে না।’

স্থানীয় সাংসদ শামীম ওসমান বলেন, ‘ডিএনডির প্রকল্প অনুমোদন ও কাজ শুরুর কারণে প্রধানমন্ত্রীর কাছে আমি ও আমার নারায়ণগঞ্জবাসী কৃতজ্ঞ।’

তাছাড়া ওই ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হুসনে আরা বাবলী, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা, সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা খানম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :