নাটোরে গ্যাস ট্যাবলেট খেয়ে দুই স্কুলছাত্রের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:২৬ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:৩৪

নাটোরের সিংড়ার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া ইমন হোসেন (১৩) ও নিশাত হোসেন (১৪) নামের দুই বন্ধু জমিতে পোকা নিধনে ব্যবহার করা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

রোববার বেলা ১১টায় হুলহুলিয়া প্রামাণিক পাড়ায় একটি পুকরপাড়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ওই দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। পরে খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাশেদ ইমনকে মৃত ঘোষণা করেন। নিশাত হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় তারও মৃত্যু হয়।

ইমন উপজেলার হরিপুর গ্রামের আমিন আলী ছেলে আর নিশাত হোসেন একই উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত বকুল হোসেনের ছেলে বলে জানা গেছে। এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছাড়া নেমে আসে।

সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এএমএস আলমত ঢাকাটাইমসকে জানান, শিক্ষার্থী ইমন হোসেন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। অপর শিক্ষার্থী নিশাত হোসেনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হলে রাস্তায় মারা যায়।

সিংড়ার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারিক ঢাকাটাইমসকে জানান, ওই দুই শিক্ষার্থী রবিবার ১০টা ৪০ মিনিটে পোশাক ছাড়া গেঞ্জি পরা অবস্থায় স্কুলে আসে। শ্রেণিশিক্ষক ইয়াকুব আলী তাদেরকে অস্বাভাবিক অবস্থায় ক্লাসে প্রবেশ করতে দেখে প্রধান শিক্ষকের অনুমতি নিতে বলেন। কিন্তু তারা প্রধান শিক্ষকের অনুমতি না নিয়ে স্কুল ত্যাগ করে। কিছুক্ষণ পর তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :