অভিষেকেই সাহসী তরুণ সাইফ

ক্রীড়া প্রাতবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ১৮:১৯

কোনোকিছু তার অনুকূলে ছিল না। দক্ষিণ আফ্রিকার মাটিতে জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেতে নামলে যে কারোই বুক কাঁপার কথা। তবে ২০ বছর বয়সী অলরাউন্ডার সাইফ উদ্দিন অভিষেক ম্যাচে যে সাহসিকতা দেখালেন তার তুলণা হয় না। তিনি যে ভবিষ্যতের তারকা তা তার সাহসী ব্যাটিংই বলে দিচ্ছিলো।

না, বড় কোনো ইনিংস খেলতে পারেননি সাইফ। খেলার সুযোগও ছিল না। কারণ তিন যখন ব্যাট করতে নামেন তখন ওভার বাকি মাত্র ২.৩। মানে ১৫ বল বাকি। চড়াও হয়ে ব্যাট চালানো ছাড়া করার কিছুই ছিল না। এবং সেটাই করেছেন সাইফ। যাতে তিনি মোটামুটি সফলও।

১১ বলে ১৬ রানের ছোট ইনিংস খেলেছেন। তবে এই ছোট ইনংসটাই অনেক আশার আলো দেখাচ্ছে। মন জয় করে নিয়েছে সবার। ইনিংস শেষ হবার এক বল আগে রাবাদাকে যেভাবে ছক্কা হাঁকান তাতে মুগ্ধ অপর প্রান্তে থাকা মুশফিকুর রহিমও। নিজের ব্যাট চাপড়ে এ তরুণ ব্যাটসম্যানকে সানন্দে অভিনন্দন জানিয়েছেন মুশি।

যুব দলে আলো ছাড়ার পর দক্ষিণ অফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পান সাইফ। ঘরোয়া লিগে তার ব্যাটিং গড় ৩৩ এর উপরে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ এর মতো। বল হাতেও ভালো পারফরম্যান্স তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার বোলিং গড় ২৪ এর মতো।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :