বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে ফ্রান্সে মানববন্ধন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ১৮:৩৬

বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে ফ্রান্সে মানববন্ধন করেছে প্যারিস বাংলা প্রেসক্লাব।

গতকাল শনিবার বিকালে প্যারিসের রিপাবলিক চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যারা বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আলাদা আসনে তুলে ধরার চেষ্টা করছে তাদের ওপর পুলিশের হামলা সভ্য সমাজে মেনে নেয়া সম্ভব নয়।

এসময় তারা মানবজমিনের ফটোগ্রাফার নাসির উদ্দিনের ওপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানান।

প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় এসময় বক্তব্য দেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, মিজানুর রহমান, আবুল কালাম মামুন, গোলাম মোস্তফা প্রমূখ। এসময় তারা সাংবাদিকদের ওপর হামলা বন্ধে সরকারের প্রতি কার্যত ভূমিকা রাখার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/সিকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :