নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকের গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:৩১ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:২৯

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়েছেন দমকল বাহিনীর একজন সদস্য।

রবিবার বিকালে সদর উপজেলার ফতুল্লার সেহারচর লাল খাঁ এলাকায় কালাচাঁন ফকির মাজার সংলগ্ন আবদুর রশিদ বেপারীর মালিকানাধীন নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নির্মাণ কাজের ফোরম্যান নবী হোসেন (৪০), লিয়াকত হোসেন (৩৮) ও শাহীন (৩৫)। এখনো তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে। এ সময় অসুস্থ হয়ে পড়েন টিম লিডার সাইদুর রহমান।

সাইদুর জানান, ভেতরে পর্যাপ্ত অক্সিজেনের অভাব রয়েছে। অক্সিজেনের অভাবেই তিনজনের মৃত্যু হতে পারে।

নিহত শ্রমিকদের সহকর্মী সবুজ মিয়া জানান, তারা খালিদ মিয়ার কন্ট্রাকে ওই বাড়িতে কাজ করতে আসেন। বিকাল সাড়ে ৪টায় প্রথমে নবী হোসেন ট্যাংকের ভেতরে নামে। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে লিয়াকত ও শাহীনও ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর অন্য শ্রমিকেরা গিয়ে দেখে সেখানে তিন শ্রমিকের লাশ পড়ে আছে। ঘটনার পর ওই কন্ট্রাকদারসহ অন্যরা পালিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক শাহজালাল মিয়া জানান, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :