ময়মনসিংহে পিতার মামলায় পুত্রের যাবজ্জীবন

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ২০:১১

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে পিতা ফখরুদ্দিনের দায়ের করা মামলায় পুত্র আমিনুল হক খোকনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবির আসামির উপস্থিতিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জিত সরকার সঞ্জু রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, রায়ে একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আদালত সূত্র জানায়, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি ইউনিয়নের ঝিগাতলা গ্রামে ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়ার অভিযোগে ২০১০ সালের ১২ জুন স্ত্রী পারুল আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত রক্তাক্ত জখম করেন স্বামী আমিনুল হক খোকন। এ ঘটনাই ওইদিনই খোকনের বাবা ফখরুদ্দিন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার দুই দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনুলের স্ত্রী পারুল আক্তার। এ মামলায় পুলিশ আমিনুলকে গ্রেপ্তার করলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এরপর মামলার দীর্ঘ শুনানি শেষে রবিবার দুপুরে রায় ঘোষণা করা হয়।

আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :